হে মেঘ, তুই বৃষ্টি হয়ে ঝরিস কখনো সখনো
প্রেমিকা, তুই প্রেম বিলিয়ে যাস ঘরে ঘরে
প্রেমিক, তুই ভবিষ্যতের বাবা অথবা অন্যকিছু

মজুর,আজন্মকালই মজুর,তুই একতাল মাংসপিণ্ড অথবা লাশ
স্কুলগামী ছেলে অথবা মেয়ে তুই ভবিষ্যৎ
কেউ কারো পর নয়
সুখ অথবা দুঃখ তুই জন্ম থেকে মৃত্যু,মৃত্যুর পরজীবনেও থাকছিস বহাল।

হে জীবন! এক উদাসীন পাহাড় ভর্তি মেঘ হয়ে হয়ে ভিজিয়ে যাস ক্ষণে ক্ষণে
সুখ আর দুঃখ হয়ে
প্রেমিক প্রেমিকা হয়ে স্কুলগামী বালক বালিকা হয়ে অথবা মজদুর, কোন এক ভবিষ্যৎ হয়ে।
____________________
টুঙ্গিপাড়া,