এই আশ্বিনে প্রিয়ফুল ফোটেনি বলে জোনাক জ্বলা আলোর গল্প শুনবো না, তা কী করে হয়?
বিহ্বল সুরে মনের ভেতরে বাজে কল্পনার সানাই
বিষাদের ঘন নীল কুয়াশায় ডুবতে চাই না আর
শুনেছি ওইদিকে উড়ছে আনন্দ হুল্লোড়
ছুটছে যুবক যুবতী ব্যবসায়ী রাজনীতিবিদ
ভাবছি যাবো না, কেননা এ বুকের মানচিত্রে ঘুম পাড়িয়ে রেখেছি ক্লান্তির মিছিল
মনের ভেতরে কোথাও কোন নাচঘর কিংবা বোতলে স্যাম্পেনে মেশানো ক্যাসিনো নেই,
নেই স্বল্পবসনা মনোহারিণী
শুধু দেখছি অসময়
এখন ঘুমিয়ে আছে দেশের যুবক যুবতী
ফেসবুক ইন্টারনেট টুইটারে
যদিও বলছি, যাবো না কোথাও
যে ঠিকানায় যাবার তা কিন্তু আর অল্প কিছুদূর
কেন ভাবছে না কেউ
মানুষ তবুও সামনে পা বাড়ায়
আমিও শুনছি গান,
জানি না তা কোন রাগিণীর সুর।