ইজেল জুড়ে দুঃখ পাখির চাষ
ভাবছি নদী, আঁকছি স্রোত, হাঁটছি দূরের বাস
নন্দনে আজ ফুল সমাহার,কাঁদে তবু উত্তাপের আকাশ।

চৈত্র নিশি পাথর শুকোয়, শুকোচ্ছে বিল-খাল
দেহের ভেতর রং তামাসা? হয় কী করে?
নগর যদি থাকে ভরে বাতাসে জঞ্জাল!

আঁকছি বসে মন, ভাবছি অনুক্ষণ
আঁকছি না তো ধার করা চাঁদ কিম্বা বোশেখ মাস
ফি বছরই উত্তুরে মেঘ ফেলে দীর্ঘশ্বাস
বাড়ি উড়ায় গাড়ি উড়ায় ধ্বংসে ফসল ধান
জীবনটারে আছড়ে মারে
তবুও দেখি শহর বাড়ে দালান ওঠে ফুঁড়ে আকাশখান।

হাসছি না আর কাঁদছিও না মাঝখানে এক সাগর
দিচ্ছি পাড়ি সারাজনম
অর্থনীতি, সমাজনীতি, দুঃখনীতির পর
ছদ্মবেশে ঘুমিয়ে থাকে
দেহের পরে অসুখ নামের নাগর।

আর জানিনা, এ পথ চলা দীর্ঘ হবে কতো
চারদিকেতে ঘর্ ঘর্ ঘর্ শব্দ অবিরত
সে শব্দে বর্ণমালা জুড়ে জনমভর
কবিতাতেই আছি বেঁচে, কবিতা নির্ভর।
________________________
টুঙ্গিপাড়া, ★ এ আসরে ১৩০০তম কবিতা আজ