সম্পর্কের পারদ গলেনি দেখলাম
কম তো হলো না
খাতার পাতায় আঁকাউঁকি কবিতার
পেছন ফিরে বারবার তাকালাম

আটকে দিয়েছে জীবনটা আমার
কবিতা নামের ফানুস
কবিতাই আমাকে চিনালো কবি
কবিতায় বহু মানুষ
কবিতাই আমাকে দেখালো জগৎ
সমাজ সংসার
দেখালো আলোর ভোর
দেখালো কুয়াশা, শীতার্ত রাত
হতাশার সুখচোর

কবিতাই আমাকে বলে গেলো বারবার
কবিদের থাকে একপাশ আলো
আরেকপাশ অন্ধকার
ভুলে যেতে যেতে ভুলে যায় কবি
রাত শেষ হলে আশা জাগানিয়া
ওঠে যে সোনার রবি

জীবনের ঘড়ি থাকেনা কখনো থেমে
ঝলমলে মনে হঠাৎ আশা
হঠাৎ নিরাশা
আষাঢ় আসে যে নেমে

তবু আগামীর স্বপ্নকে বোনে কবি
যে থাকে থাকুক সাথে
না থাকলেও কোন ক্ষেদ নেই
মনের ভেতরে ভেদাভেদ নেই
চিরকাল কবি বাঁচে কবিতার মৌতাতে
---------------------------------------------টুঙ্গিপাড়া,