সকালে একটা কিছু লিখতে গিয়েছিলাম
পারিনি
দুপুর কিংবা বিকেলেও না
রাত কিন্তু গরম আর ঘুমের হাতছানি দিয়ে গেলো
কেমন করে তৈরী হবে কবিতা, কিংবা হৃদয়ের ব্যাকরণ?
আমি তো নিশাচর হুতুম পেঁচা নই
অথবা কবি
কবি কিন্তু জাগে রাত, লেখে পদ্য জীবনের
মানুষের ভালোবাসা তুলে ধরে নিজস্ব ভঙ্গিমায়।
কবি লেখে চাঁদ ফুল জ্যোৎস্নার অমায়িক বাঁশি
শব্দের যাদুতে তুলে আনে ফাগুন আকাশ
কবি গায় দুঃখের জারি সারি
অথবা সুখের।
বৃক্ষদের, পাখিদের উৎসবে কবি ওঠে সরবে জেগে।
আমি তো স্বপ্ন ভাঙ্গা বুকের বেদনা নিয়ে থাকি
লিখতে ইচ্ছে হলেই পারিনা বুনতে বীজ কবিতার।