রঙধনু রঙে
কবিগন আঁকে
আর টানে সোনালী  বিড়ি।
উঁচু উঁচু ডালে
পাখিদের বাস
কবিগন ভাবে
এটা তবে তার স্বপ্নের সিঁড়ি।

চড়া হাট হাঁটে
কৃপণতা জাগে
কবিগন ভয়ে কেঁপে সারা
আছেন স্বজন
সমব্যথী তারা
দেয়না কিছুই
কবিগন লেখেন তিনি সর্বহারা।

সরকার কয়
ওই হারা নয়
শত্রু ওরা দেশ জনতার
কবিতার কবি
এঁকে যায় ছবি
তবু ধরা খায়
বাজার হয় কৃচ্ছ্রতার।
==================
২১/১০/২০২০