কবি বসে থাকে খাতা আর কলম নয়
বাটন হাতে
যে বাটন চাপলেই অক্ষর, পরাণ কথন
সৃষ্টি নয়তো প্রেম
ধ্বংসকে ডাকে না কবি,
গড়ে দেশ মাটি মানুষ সভ্যতা জগত বিধান

কবি বসে থাকে হাতে নিয়ে বিপ্লবের ইশতেহার
ডাক দিয়ে যায়, ফিরে এসো কমরেড
ফিরে এসো পৃথিবী নামক মানচিত্রের দেয়ালে
মানবিক উচ্চারনে, বিবেকের ছাতা নিয়ে

কবি বসে লিখে চলে, পথভ্রষ্ট উদ্বাস্তু সমাজের কথামালা সারদিন-সারারাত,
লিখে চলে অব্যক্ত আবেগের ছোঁয়া, কিছু প্রতিবাদ,
কিছু প্রেম প্রকৃতির খেলা
রাত্রির অতশি আয়নায় অন্ধকার খুঁজে খুঁজে
কবিই জাগ্রত করে বিবেকের ভ্রুণ
কবিই জ্বালিয়ে রাখে শোষিত বঞ্চিতের চির মুক্তির প্রদীপ, কবিতা

কবি বসে থাকে খাতা আর কলম নয়
বাটন হাতে
যে বাটন চাপলেই অক্ষর, পরাণ কথন
সৃষ্টি নয়তো প্রেম, ফুল আর পাখি, দুরন্ত প্রতিবাদ।