নিশ্চুপ হয়ে গেছো তুমি
উড়ে গেলো কিছু আগে তোমার নিঃশ্বাস
থেমে গেলো লাঠি ঠক ঠক
ফোনে ফোনে লেখালেখি, বলাবলি
বেনসনে উড়বে না ছুঁড়ে দেয়া ধোঁয়া
অমন সম্মোহিত কথাকলি শুনবো না আর
তোমার কন্ঠের সাথে ঝাঁকে ঝাকে
উড়ে গেছে আমাদের রূহের সাঁতার......
★প্রথিত যশা কবি গাজী লতিফ ২/১/২০২৪ তারিখ দুপুরে মৃত্যুবরন করেন। তার স্মরণে★