আজকাল প্রিজন ভ্যান দেখলেই
তোমার কথা মনে পড়ে
ভোর হতে না হতেই
ওরা তোমাকে তুলে নিয়ে গেলো
আমি সারাদিন মন পাহারা দিলাম
ভাবলাম, রাতের অন্ধকার চিরে তুমি আসবে
এসে বলবে, পৃথিবীর কোন কয়েদ খানা
আমাকে আটকে রাখতে পারেনি
চেয়ে দ্যাখো, এই তো আমি  
এই তো এসেছি ফিরে.....

অথচ আলোর মিছিল নিয়ে যে যুবকের দল
আসবে বলে প্রত্যাশা করেছিলো
ফুলের পাপড়িতে পা দিয়ে শহরে মিছিল নিয়ে
ফিরবে বলে কথা দিয়েছিলো
তাদের কেউ কেউ এলো মিছিলে, জাগরণে
কেউ কেউ এলো না,
আশ্বিনের প্রান্তিক বিকেলে ধানক্ষেতে পড়ন্ত
শিশিরের মতো জাগলেও আশা
সকালে সূর্যের আভায় মিলিয়ে যাওয়ার মতো
ভরসাগুলো মিলিয়ে গেলো

দিনশেষে রাত্রির ঘন অন্ধকারে ঢেকেছে স্বদেশ
হায়েনার বিষাক্ত থাবার নীচে আহত আবার....
কতকগুলো ছুরি কাঁচি চালানোর মন্ত্রে দীক্ষিত তল্পিবাহক, আঁটছে ষড়যন্ত্র
এদেশকে করবে ছারখার, হত্যা, লুটতরাজ,
জিঘাংসায় উঠবে মেতে
এ অবস্থা চলতে দেয়া মস্তবড় ভুল হবে স্বদেশবাসী
আবার গর্জে ওঠো রাজপথে প্রতিবাদী রূপে

তাকাও, দেখতে কী পাও? কিস্তিওয়ালা এবার
খোদার প্রেমিক সেজে লুটছে বাংলাদেশ।