এ মাঘের কুহেলিকা ফের
জাগায় সাড়া নানা রকমের
গাছে গাছে ফুলেদের আগমনী ভাব
পাতা ঝরাবার এক দারুণ স্বভাব
আর ফাগুন শেষে চৈত্র খরায়
শিমুলের তুলো উড়ে যায়
দু'চোখের শেষ সীমানায়
মানুষের মনের মতো__
আজব শহরতলী শুয়ে থাকে রোজ
কে রাখে তার ঝিমানোর খোঁজ
খাপছাড়া শহরের ছেলে
ভীড় করে এসে দলে দলে
এখানে গেড়েছে তার বসবাস যতো
ফাগুন আগুন_ তবু যেন চিরভাগ্যহত
পার্কের বেঞ্চিতে ফুল পাখি বসা
তারাদের রোদপোড়া যুগের ভাষা
তবুও মানুষ তারে মানুষ বলে
কী করে তা, কীসের ছলে??
মাঘের কুহেলিকা থাকে না তো আর
যায় না কখনো একবার
বারবার ফিরে ফিরে আসে____