এই এতোটা সময় চলে গেলো
তবু কী আশ্চর্য, দুর্বৃত্ত এখনো নির্বিকার!
এখনো লোলুপ দৃষ্টিতে একপেশে নীতি তার
মর্তে ফুটেছে বকুল গোলাপ
আকাশে ভাসছে তারা, জোছনা চাঁদের
আর একসাগর রক্তে কিনে আনা স্বাধীনতার
বদলে দিচ্ছে ইতিহাস
                 এটা কীসের আলামত?

এই এতোটা সময় চলে গেলো
তবু কী আশ্চর্য, চেয়ে চেয়ে দেখছি দলে-বেদলে হানাহানি, মানুষে মানুষে বিস্তর বৈরিতা
ধর্ম নিয়ে আজও টানাটানি, পক্ষ-বিপক্ষ
আজও দেশপ্রেম আসেনা কারো মনে,
আজও ভোগে আর পাচারে মন টানে সংগোপনে
                এটা কীসের আলামত?
                
এই এতোটা সময় পেরিয়ে গেলো
তবু কী আশ্চর্য, আজও জানলো না কেউ
নাম ধাম পিতৃ পরিচয়- জন্মের ইতিহাস
চড়ুই ঠোঁটের মতো তৃষ্ণা নিয়ে বুকে
দেশ হতে দেশান্তরে কেন হাঁটাহাঁটি
আজও মনের সীমান্ত চিনলো না আপন-পর
বুঝলো না আপন স্বার্থকে নিজেই বিকোতে তৎপর
                  এটা কীসের আলামত?