ছেঁড়ে গেছি কবে তা কি আর মনে আছে?
শুধু ভালোবাসা ছিলো না তাহার কাছে
সবকিছু ছিলো ছিলো না দুঃখ বোঝার
অভাব ছিলো যে প্রেমের দৃষ্টি খোঁজার।
কী করে ফিরবে? ফেরার তো নেই তাড়া
ফেরার ঠিকানা হারিয়ে ফেলেছে যারা
যারা ঘর ছাড়ে প্রথম প্রেমের টানে
ভুলতে পারে না, থাকে বসে অভিমানে।
জোয়ারের টানে জল জমে নদী বুকে
তবু জাগে চর ভাঙ্গনের বাঁকে বাঁকে
যত ভুলে যাই তবুও তো মনে পড়ে
ভেঙ্গেছিল ঘর ভুলে ভরা মরু ঝড়ে।
এই অবেলায় কী করে যে ভুলে যাই!
কী করে বলবো এসো ভুল শুধরাই!