পুরনো হয়ে গেছে-
প্রশ্নের পিঠে প্রজাপতির অতৃপ্ত কান্না;
প্রথম চুমুর গল্প আর কিছু কথা, কিছু রঙ
পুরনো হয়নি-
বসন্ত রাতের জ্যোৎস্না ছোঁয়া অধর গালিচা;
সত্যের মতো সুন্দর।
পুরনো হয়ে গেছে-- কবর
কবরের মানুষ ও নামের ফলক।
পুরনো হয়নি-- আকাশ
'প্রেম ও ভালোবাসা';
যে রঙ পৃথিবীর গর্ভজাত স্বর্গ ও সুখ সরোবর
কিছু রঙ পুরনো হয়ে যায় স্বভাবেই,
লাল➤নীল ➤হলুদ ➤বেগুনি➤
আর সবুজ!
তবুুুও কিছু রঙ থাকে আজন্ম নতুন
কিছু কথারাও থাকে কবিতার মতো চিরহরিৎ।