আজকাল ফুলহাতে মালা হাতে যে সকল প্রেমিক পুরুষ, দাঁড়িয়ে থাকে প্রেমিকার অপেক্ষায়
তার হাতে গন্ধ লেগে থাকে লোভ আর হিংসার
তার হাতে রক্তের দাগ থাকে বে ইনসাফের।

অথচ!
অথচ যে প্রেমিকা প্রবাসী সঙ্গীকে ভুলে
রোজ যায় পুরুষালয়, রোজ সে নিজেকে পরিচিত করে তোলে মক্ষিকা রূপে
তার হাতে সুবাসিত ফুল, সে-ই তো আদর্শ নারী
সমাজের বুলবুল।

আজকাল হোঁচট খেতে খেতে যে পিতার
বৃদ্ধাঙ্গুলী বলে কিছু নাই,
অশ্রু ঝরাতে ঝরাতে যে মায়ের চোখে জল নাই
তার দিকে কেইবা তাকায়, তার কোন গতি নাই
আকাশে ফাগুন নাই জোছনায় হাসি নাই
প্রবল ক্ষুধারা ডাকে আয় আয় আমার প্রেমিক।

অথচ!
অথচ মসনদ ছুঁয়ে যার আরামের ঘুম
তার ক্ষুধা? তার ক্ষুধা ভিন্ন রকম_____