আহারে আর বিহারে কেটে গেলো সমস্ত সময়
তবুও ভাবি,শিল্পিত জীবন ভেঙে যাওয়া যায় কতদূর!
পাখি আর পতঙ্গের সুর শেষে
কোন সে নিমগ্নতায় মিশে যাই শাশ্বত সবুজের দেশে
দীর্ঘ শূন্যতার ভেতর মখমলি রোদের আবেশে
অখিলেরা আজও নিশ্চুপ ঘুমোয় ঘাসের বিছানায়।
-
মন কখনো মানেনা ট্রাফিক আইন, অথবা প্রকৃতিপ্রেমের ডাকপিয়ন
ঝরাপাতারা কাঁদলেও অপেক্ষায় থাকে অপয়া দিন
শুচিতার মৃত্যু জেনেও ফুল শিল্পের বন্দনায়
উদ্বিগ্ন হই বারংবার পাতাদের কান্নায়
বিশ্বায়নের তাপদহে পুড়ে পুড়ে
পাঠ করি অখিলের পাগলামি, দু'আঙুলে ধরা চুরুট।
-
তারপর ঘটে যাওয়া বিপ্লবের চারদিক খুটে দেখি
নিজের দেশকে, নিজেকে বিক্রি করে দিয়ে
ভাবছি আমরা, খুব জেতা জিতে গেছি।