ভাত খাওয়া ছবি দেখছি
ক্ষুধার্ত একটি মানুষ ভাত খাচ্ছে আর তার চারপাশে
উপহাস্যে ফেটে পড়ছে আরো ক'জন মানুষ
দেখছি শেষ পর্যন্ত বেঁচে থাকবার প্রবলতম যুদ্ধ
একটি প্রেমের যুদ্ধে জীবনের যুদ্ধে পরাজিত হতে হতে
যেই ছেলেটি বহুদিন ভারসাম্যহীন
দেখছি তার আকুতি, তার পড়ে থাকা মৃতদেহ।

মাত্র কিছুক্ষণ আগে মানবিক মূল্যবোধের জায়গা হতে
যে মানুষেরা ক্ষুধার যন্ত্রণা মেটাতে, একটি মানুষকে ভাত খেতে দিলো, জল খেতে দিলো
নির্মম প্রহারের পর প্রহারে পরক্ষণেই তাকে ক্ষতবিক্ষত করে পাঠিয়ে দিলো যমের দুয়ারে
তাদেরকে আমি কী বিশেষণে বিভূষিত করি?
তাদেরকে কী বলে অভিশপ্ত করি, ঘৃণা করি?
হা ঈশ্বর তুমিই ভালো জানো
দুর্ভেদ্য কুয়াশার ওপারে কোন মহাময়া বসে আছে
কোন দূর্বাশার অভিশাপে মানুষ তার মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে?

মাঝে মাঝে পশুদেরও যুদ্ধ দেখি, যে সব যুদ্ধ মানুষই সৃষ্টি করে ; মানুষই আনন্দ করে, হাসে..
তোফাজ্জেলও হাসির খোরাক হয়েছিল ক্ষণিক
মা হারা পিতা হারা ভাই হারা যে মানুষ ভালোবেসেছিল
কোন এক পাখির মতো
নীড় ছেড়ে পাখিদের উড়ে যাওয়া দেখে দেখে
একে একে সবকিছু হারিয়ে সে হয়েছিল পথের ফকির
যার লাশ বয়ে নিয়ে কবরে যাবার কেউ নেই
যাকে ভালোবাসবার মতো ফুল পাখি শরতের আকাশ বসে নেই।

কান্নার জল শুকিয়েছে বহুদিন হয়
নদীও চেয়ে আছে আকাশের দিক
শুকনো মরুর বুকে স্রষ্টা যদি লিখে রাখে
সামান্য খাদ্যকনা, বায়ু, জল
যদি বন্টন করে থাকে জীবনের চারদিক
তাহলে বলবো,
আর কারো চোখের জলে ডুবিও না তারে
ভালোবেসে এ ধরায় ধরে রাখতে পারলাম না যারে