পার্ল এস বার্ক কি দেখেছিলো হোয়াংহোর তীরে?
গমক্ষেত, শীশুর জন্ম, বেড়ে ওঠা
দুর্ভিক্ষের করুণ ছোবল, মৃতের কফিন!
আর আমি?
দেখলাম, কতকগুলো হায়েনা ভাগ করে নিতে ব্যস্ত
স্বদেশবাসীর রক্ত, মগজ, অস্থি, অস্তিত্ব
কতকগুলো লুটেরা ব্যস্ত লুটে
আর কতেকজনে হিসেবের চৌকাঠে মগ্ন হয়ে
দেখছে, সময় কীভাবে বয়ে যায় অবলীলায়!
"কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত "
বড় যত্ন নিয়ে লিখেছিলেন মোহাম্মাদ বরকতুল্লাহ্
কী দেখেছি?
একই টেবিলে উঠলো মস্তক পক্ষের বিপক্ষের
সামান্য আগে আর পরে
বিয়োগান্তক বেদনার হালধরে...
কুরুযুদ্ধের ইতিহাস?
নাইবা বলি, ক্ষমতা আর মসনদ যুগে যুগে লিখে নেয়
পৃথিবীর ইতিহাস___
__________________________