সভ্যতার এ চূড়ান্ত অবয়বেও জ্বলছে পৃথিবী
সেই আদি অন্তহীন ভালোবাসবার মতন
ভূতল ফুঁড়ে বেরোচ্ছে অহমিকা, দম্ভ, লোভ, দ্বন্ধ ক্ষমতার।  ক্রমাগত হুঙ্কার, রক্ত ক্ষয়, ক্ষুধা আর জ্বরা মৃত্যুর প্রবলতম হাতছানি।
পথে পথে রক্তের স্রাব তৃতীয় বিশ্বযুদ্ধের
স্নায়ুকোষের উল্লম্ফনে ভুলে যাচ্ছে মানুষ মানুষের সম্পর্কের ভিত।

হায়! হায়! একি দেখা যায়?
পৃথিবীর নগ্ন যোনিতে লেগেছে আজ অস্থির ঘুণপোকা, পুরুষত্তোম তর্জনীর হয়েছে অকাল মৃত্যু ;
মন আর মননে তাই জেগে ওঠে প্রশ্ন চূড়ান্ত এক
মানুষ কী কখনো স্বাধীন?
মানুষ কী কখনো মায়া মুক্ত বন্ধনহীন?

আসলেই না
দাসত্বের নিগুঢ়তম বন্ধনে সত্যিই মানুষ এক
খোলশ পাল্টানো সাপ।