নামহীন এক নাম
যার জন্যে চিত্তে লাগে দোলা
জনম জনম পুষি তারে হৃদয়ের কোণে
কখনো তো আর যায় নাই ভোলা।
~
ধাম হীন এক নদী
আজ আর ফাগুন জাগে না তার
স্মৃতির আগুনে রোজ পুড়ে যায় মন
মন এক নদী
নিরবধি বয়ে চলা কাজ যার।
~
কাম হীন এক দেহ
বহু রাস্তায় টেনে চলা এক হাট
ভাব হীন ভাবনার
বয়ে চলা মনে পার হওয়া খেয়াঘাট।