হাঁটছি, হাঁটছি কোন লোকালয়ে নয়
নির্ঘুম মহাশূন্যের অসংখ্য গ্যালাক্সির সিঁড়ি ধরে হাঁটছি
মহাশূন্যের অনন্য হরিৎ নিস্তব্ধতায় হেঁটেই চলেছি
জাগতিক কোলাহল হতে দূরে, অনেক দূরে--
মাথার ওপরে আরো আরো গ্রহ নক্ষত্রের ছুটে চলা
ওপরে, আরো ওপরে কোথাও সিদরাতুলমুনতাহা
পাবো কি পাবো না দেখা, কী করে খবর পাবো?
বহু নিচে তাকিয়ে দেখি বিভাময় সূর্য, আর পৃথিবীর
নীল সমুদ্রের পরে, স্নান করে চলেছে চাঁদের হলুদ রোদ
আহা! জন্মাবো কী পৃথিবীর স্বপ্নভূমে বারংবার?
ব্যথার পাহাড় জমে গেছে গভীর, অতল
আকাশের নক্ষত্র পতনে বহুবার ঝাজরা হয়েছে বুক
বহুবার আলোর বিচ্ছুরণে হোঁছট খেয়ে পড়েছি অন্ধকার খানাখন্দে
সত্যিকারে এ তুচ্ছ মায়াবী জনপদে আজ আমি খুব অসহায়
একমাত্র নির্লিপ্ত ভালোবাসা ছাড়া এখানে কেউ আর নেই একান্ত আপন।
___________________________________________