বেদনার মনুমেন্ট সাজিয়ে
সরসিজ চোখের জল নিয়ে
বহু শতাব্দী পার করে যাচ্ছ তাই না প্রতিভা ?
তিল তিল করে আর কত ঝরাবে অশ্রুজল ?
জানি আমি, ভীড় ঠেলে তোমার হৃদয়ের বনে বনে
আঘাত করে যাচ্ছে এক বিপুল সন্দেহ
আমি দিশেহারা প্রাণ এক কেবল তোমার জন্যে
ফাগুনের দিনগুনি--
বসন্ত সমীরণে ছায়া কায়ার সংলাপ শুনি
ভালোবাসি বড্ড ভালোবাসি।
নিসর্গ জীবনের কাছে,
এমন বেলায় যদি বেদনাহত হও প্রকৃত
বড্ড ভুল হবে জেনো, কেননা স্বপ্ন দেখেছি
একটি জীবন মন, পালকহীন একটি বলাকা
স্বপ্ন দেখেছি সবুজাভ শাড়ীর আঁচলে লুকানো হাসি
একরাশ সুখ, শান্তি আর ভালোবাসাময় আমার প্রতিভা
মেঘহীন আকাশকে তাই
বৃষ্টি আর বর্ষাতে বলোনা প্রিয়তমা।
******************************