কষ্টে ভরা দিনরাত
আসেনা কখনো যেন কারো
জীবনের যতটুকু সুখ সবটুকু নিংড়ে নিলে নিতে পারো
আমার আমিকে ভাবিনি কখনো কোনদিন
পুড়ি ওই হৃদয় দহনে অগণন, যদি বা হয় লীন
কষ্ট ভরা হৃদয়ের কষ্টের সেই ঋণ।

আমি তোমাকে  জানাবো নমস্কার
এ তোমার জন্যে আমার প্রীতি উপহার।

কতটুকু সময়ের সম্বল করে
এসেছি এই ধরণীর পরে-- জানিনা তো
কতটুকু ছিলাম পাগল কতুটুকু ভালো
কতটা বিজন অন্ধকার কতটা আলো-- ভাবিনি তো
যতটা ভেবেছি মরীচিকা ভেবে
হারিয়েছি সময়ের সহায়
দূর দিগন্ত রেখায়। তোমাকে দেইনি ছুঁতে
পারো কিনা পারো একবার ভালোবাসা দিতে!

যদি ফুল হয়ে বিলাতে পারো ঘ্রাণ--ফল,বীজ ভবিষ্যৎ
যদি উর্বরা মাটি হয় সাথী, পায় ফিরে প্রাণ--
তবেই হবে সুখরাত
আরাধিত সহসাই শব্দ এক
আসেনা কখনো যেন কারো
কষ্টে ভরা দিনরাত।
_______________________