দেখছো কি? খেলা? খেলা হয় দুইদলে
এখন দেখছো? এক দলে খেলা হলে
ভালোই হয় না, পরিণতি ভালো নয়
দলহীন খেলা মেকি বলে ধরা হয়।
বুঝেছো এখন? দিলো কারা হাত নাড়া
চিরকাল  তাতে আমরা দিয়েছি সাড়া
নিজেদের পায়ে কুড়াল মেরেছি তাই
যতটা ভোগান্তি ভুগতেছি নিজেরাই।

যত বলি শোনো, ভাগ্য ফেরানোর হলে
লাগে শ্রম মেধা, তুমি বলো, গেছে চলে
কপাল পুড়েছে কালো তিলকের দাগে
হারিয়ে বুঝেছি ফেরাতেও ভাগ্য লাগে!

সময় এখনো চোখ মেলে বসে আছে
যদি তুমি যাও বিবেক বুদ্ধির কাছে।