কাল ঈদ
ঈদ ভোরে বাবা বলতো," চল ঈদ গাঁয়, নামাজ পড়ি
শুদ্ধ হতে করি কোরবানি
বিলিয়ে দেই সবচেয়ে প্রিয় হৃদয়ের ভালোবাসা।"
অথচ মানুষ আজ মানুষ হতে দূরে চলে গেছে
সম্পর্ক হতে দূরে চলে গেছে
মায়ার বন্ধন হতে দূরে চলে গেছে
কেবল নিকটতম করে নিয়েছে অর্থ বিত্ত বৈভব।
কোনো মানুষ আজ নিজের বাবাকে চেনে না
জন্মদাত্রী মাকে চেনে না
ভাই বোন বন্ধুকে চেনে না
কোনো প্রতিবেশী নেই তার কিংবা স্বজন
প্রতিপত্তি হলে পরে সব হয়, প্রতিপত্তিই তাকে নিয়ে গেছে সব সম্পর্কের পেছন দরজায়।
রাষ্ট্রে সম্পদ বেড়েছে, উৎপাদন বেড়েছে, যোগান বেড়েছে, যোগাযোগ বেড়েছে
মমত্ব বাড়েনি, ভ্রাতৃত্ব বাড়েনি, মানবিকতা বাড়েনি।
রাষ্ট্রে শিক্ষালয় বেড়েছে, শিক্ষক শিক্ষার্থী বেড়েছে, শিক্ষা বাড়েনি।
কোরবানি কাকে বলে তাই তো জানিনা, কী করে ত্যাগী হতে হয় তাইতো বুঝিনা
কাল ঈদ হলে তাতে কার কী এসে যায়?