যদি জেনে থাকো স্বপ্নের ঘর ওই
চিরচেনা পথে চলো হেঁটে যাই, সই
দূর দেশ হলে ক্ষতি নাই খুব কিছু
আকাশ যতই নীচু হতে হোক নীচু
মেঘ দেশ যত ঢালুক জলের ধারা
নিশ্চয়ই হবো খুশীতে আত্মহারা।
যদিবা হঠাৎ কুটুম পাখিরা ডাকে
যাবো চলে তবে মধুমতী নদী বাঁকে
কিছু প্রেম হবে মনের সুতোয় আঁকা
কিছুক্ষণ হবে জোছনা আলোয় ঢাকা।
স্বপ্নে মেশানো এলোমেলো অনুভূতি
মনের আকাশে রাঙাবে আলোর দ্যুতি
জ্বলবে আলোক,হৃদয়েতে মিটিমিটি
কখনো বলো না তোমাকে দিলাম ছুটি।