দুঃখ নিওনা আর। এসেছে হেমন্ত
ক্ষুধার খবর পৌঁছে গেছে আমন ধানের ক্ষেতে
সোনালী বরণ হতে কীইবা বাকী আছে তার
অভুক্ত ইঁদুরও জানে পুঁজি করার এইতো সময়
চারিদিক তাকিয়ে একমনে নিবিষ্ট কৃষক হাই তোলে
জর্জরিত দেনার ভার এবার মিটবে নিশ্চয়।
কোন কোন বৃক্ষও পেয়েছে খবর
খুব বেশী বাকী নাই, পাতা ঝরবার দিন
মহাজন শান দেয় খাতা আর কলম
কতটা আদায় হবে কড়াসুদে ধার দেয়া ঋণ।
যুগান্তর হলেও হয়নি রূপান্তর ভাগ্য কৃষকের
রয়ে গেছে ঠিকানা আগের
ফলায় ফসল তবু হাসে না কৃষক,
পারে না সে করতে জীবনের রকমফের।
নরম আসন যার সত্যিই নাগাল তার
অনন্ত সুখের
জীবনই যার নিরন্তর চলছে টেনেটুনে
তার আবার ভাববার সময় কোথায়
কখনো ফুরাবে দিন এমন দুঃখের?