একে একে বিতর্ক উস্কে দিয়ে আপনি, দেশের ভেতর তৈরী করছেন বিভাজন
কখনো বলছেন, রিসেট বাটন কখনো সংস্কার
কখনো বলছেন, আদতে জাতির পিতা বলে কেউ নেই, নেই ঐতিহাসিক সাতই মার্চ, পনের আগস্ট....
আবার সোনার ছেলেদের দিচ্ছেন ইনডেমনিটি
আপনি কী চাচ্ছেন এই দেশে একটা গৃহযুদ্ধ হোক?
অশান্তি আর নৈরাজ্যে ভরে উঠুক সমাজ
ধ্বংসের ভেতরে তৈরী হোক হিংসা বিদ্বেষ কলহ-বিবাদ?
আপনি কী চান
আপনার মসনদে লাথি মারুক দেশ জনতা?
সৌহার্দ্য মুছে ফেলে যুদ্ধে নামুক সবাই?
খতম হোক আপনপর ভেদাভেদ ভুলে,
যাকে পাই তাকে খাই কানামাছি খেলার মতন?
আরব বসন্তের মতো কচুকাটা হোক এই দেশের মানুষ?
আপনি তো পেতেছেন কুমন্ত্রের ফাঁদ
বিচারের প্রহসনেও আটকে দেবেন মানুষের মন
যা থেকে উৎপন্ন হবে অগ্নিগিরির উদগীরণ
আপনি সহ ভাসুক এই দেশ, এই জনগণ
তাহলে কি শান্তি পায় আপনার মন, পূর্ণ হয় জুজুর মিশন?