কোন খবর পাইনি পাখিদের কাছে
বিনীত সন্ধ্যায় চলে যেতে যেতে বলেও যায়নি
ওরা সীমানাঘটিত সমস্যায় ভুগছে কিনা
গোলাগুলির এই আমলে বাঁধার বিন্ধ্যাচল পাড়ি দিতে পারে কিনা
ওদেরও বাড়ছে কিনা খুঁটে খাওয়া খাবারের দাম

সাইবেরিয়ায় পাঠিয়ে দেবো ঠাণ্ডা প্রজ্ঞাপন
পাখিদের খাবার জুটবে না বাংলাদেশে
বিনে পয়সায় কী করে জানাবো স্বাগতম?
ওদেশের যুদ্ধের জন্যে
                  আমরা বাড়িয়েছি জিনিসের দাম
তবে গরীবকে গরীব আর ধনীকে ধনী বানানোর ফায়সালা করেছি সিক্রেটে
আমাদেরও তো চলছে যুদ্ধ চমৎকার
              শুধুমাত্র এই পৃথিবীতে ডাঁটে থাকবার।
__________________________
১২/৮/২২