ঠকের কাছে চিরকালই আমরা ঠকে যাই
মনের কাছে মনকে হারাই
দেখি, হলুদ ধানখেত পাখিদের কলতান
ফুলে ফুলে মাখা সুধা
তারপরও কার্তিক এলে ভাবতে বসি
এই বুঝি মিটলো ক্ষুধা!
~
দখল, ফটকা বাজি, চাঁদাবাজি, উচ্ছৃঙ্খলা,
রাজনীতি মাঠে গরম স্বভাব
দেশের বাজারে মূল্য বৃদ্ধি, রোজগার শূন্য,
চলছে নীরবে অভাব
মানুষ হতে পারিনি বলে....
আজও জোগাড় হয়না দু'মুঠো
আমরা তো মানুষ নই__পশুর খাদ্য খড়কুটো।
~
যতই দেয়ালে লিখি__লিখে দেই পরাণ কথন
দেয়াল বোবাই হয়
পৌঁছে না অমলের চিঠি, রাজাদের ডাকঘর
একা সব চেটেপুটে খায়।