বহু বছর ধরে বসে আছি কারো অপেক্ষায়
সে আসলো না
রাতের জোনাকি মিটিমিটি আলো জ্বেলে বলে যায়
তারাদের বাড়ি হতে এসেছে খবর
শেষরাতের আকাশে দেখা দেবে ফের
বৈচিত্রের পৃথিবীটা নানা রকমের
তাই তো তার বিলম্ব এতোটা__
কাঙালের ইতিহাস জেনে লাভ কিবা আছে
চিরকাল সে ই শোষিত
যার নেই শক্তি মত্তা, জনতার হাত সাহসের
যার নেই কেড়ে নেয়ার চাতুর্য বুদ্ধি বিবেক
যে পারেনা ঠকাতে অন্যকে
কী করে সে সম্পদের সমাগমে কাটাবে জীবন?
আমারও তো তাই__
উদ্বাস্তু মন নিয়ে তবুও অপেক্ষমাণ থাকি
ভেতরের রোদ যদি পোড়াতে পারে অমল ধবল
যদি পারে পরমায়ু গুনে
হাঁটাপথে হাঁটাতে আরো কিছুটা দূর ;হাঁটবো না হয়, যতোটা শরীর মনে সয়.......
★ রমজান মাস সমাগত। সে কারণে আগামীকাল হতে দুপুর সময় কবিতা পোস্ট করার ইচ্ছে রইলো★