কখনো ভাবিনি মুছে দেবো নদী, নদীর স্রোত, গহীনের বসবাস
ভাবিনি দীর্ঘ শূন্যতায় মুছে দেবো মখমলি রোদ
কেবল মুছতে গিয়ে মুছে গেলো স্মৃতির পাণ্ডুলিপি
কলস্বরে মাতানো ঝিনুক সন্ধ্যা
নেশা মন্ত্রের তসবি হাতে মাতানো জলসা___
হা সময়, ভবঘুরে বিষাদ কাটনো তমসার মন
আজও আমি ধ্যানীর মাস্তুলে বসে সেবন করে মহৌষধি পরজন্মের সতীর্থ হই
আজও মতানৈক্যের প্ল্যাকার্ড হাতে ছুটে চলি দিক্বিদিক
ন্যায়ের মিছিলে হেঁটে প্রতিবাদ করে দেখি, সভ্যতার আঁতুড় ঘরে আমরা শ্রবণ কিংবা দৃষ্টি প্রতিবন্ধি।
সাহসের হাতে করিনা ফসলের তরজমা, মানিনা সৃষ্টির ব্যাকরণ!
বিশ্বাসের আদালতে ছড়িয়ে রেখে এসে যত্নের রেণু
তবু আমি আজও স্বপ্ন বুনি
স্মৃতি যতো হয় হোক ঝাপসা তমসার
আগামী আসুক জোরেশোরে জ্যোৎস্নায় ভাসুক চরাচর।