বলেছি তো এইখানে,
সুরে সুরে মিশে আছে স্বপ্নের গ্রাম
রঙধনু ঠোঁটে হাসা সোনার নূপুর
মিশে আছে পূর্বপুরুষ
প্রার্থনা ঘরসহ কবর শ্মশান
এখানেই কেটে গেলো সকাল দুপুর।

বলেছি যাবো না কোথাও,
আমি এক স্পর্শ স্বাভাবিক
জনম জনম আমার এই অধিবাস
হোক না যতই কালো, ঘোর অন্ধকার
কুকুর কিংবা শেয়ালের উৎপাত
তবুতো সবুজে ঘেরা আগামীর হাতছানি।

শেষাবধি এইখানে, এই বাস ভূমে
রয়ে যাবো; ডুব দেবো গাছেদের মিঠেম ছায়ায়
যতক্ষণ না শেষ বায়ু দু'হাত বাড়ায়।