খুব তো আহ্লাদ দেখালে এবার
মৈত্রীর পৃথিবীতে হিংসার ছোবল নিয়ে
পেছন থেকে মারলে ছুরি !
কী এমন বলতে পারো, হোলো উপকার?
কী সুখের বাজনা বাজাও অন্তরে তোমার!
দেখো না, নদীর তীরে বাঁধা খেয়া নাও
ওটা তো পথিক ধরা ফাঁদ
এই পারেতে আছো এবার ওই পারেতে যাও
জনম জনম ধরে দেখছে নিরালায়
ওই আকাশের চাঁদ।
আমিও তো না বলেই ক্ষান্ত আছি বেশ
কতটুকু বড়াই তোমার হয় যে আয়ু শেষ
কী চাহনি রইলো বাকী, কতটুকু সুরা সাকী
কোন পাথারে ডুবতে পারো কী তোমার উদ্দেশ
মৈত্রী নাকি হিংসাবাজি, ভাবছো ; কি তার লেশ?
আমি তুমি মাটির মানুষ খুব যে সময় নাই
রেখো জেনে হে বন্ধু! হিংসাবীজেই নিজের দাহ
নিজের ক্ষতিটাই।
****************************
টুঙ্গিপাড়া,১৩/২/২০