হয়ত যতদিন এসেছি আর এতোটা সময় পাবোনা
এতোটা ভালোবাসা, এতোটা জীবন যৌবন
চিরায়ত হয়ে আমিও একদিন বিদায় নেবো
অথচ অপূর্ণ থেকে যাবে কত আকাঙ্ক্ষা
কত অভিলাষী চিন্তার সোপান পর পর.....

জীবনানন্দ কত সাধ করলেন বার বার, ট্রামের চাকার নীচ থেকে উঠে আসেননি আর
স্বয়ং রবীন্দ্রনাথ,তারপর আরো আরো কবি ফিরে ফিরে আসবার সাধ করলেও আসলো কী ফিরে ?

এ কালের সেরা কবি গুনবাবু মরেও ভেসে যেতে চান
কংশের জলে। নিজেকে  না পুড়িয়ে, না কবরে পুঁতে রেখে, ভেসে ভেসে নব নব দেশে ভাসবার অদম্য ইচ্ছে তাঁর। ইচ্ছে তার প্রিয় মানুষ প্রিয়জন হতে দূর দূরান্তরে ঘুরতে ফিরতে ইসরাফিলের শিঙার ধ্বনি অবধি।
মধু বাবুর এপিটাফ আজো জ্বল জ্বল করে সব কবি মনে।
মন তাই বৈকালিক ভ্রমনের মতো বারোয়ারী পথ হাঁটে, শ্রাবণ চোখ কেবল হাতড়ায় স্মৃতি।

হায়রে জীবন !  হায়রে নিয়তি আর চিরচেনা পৃথিবী আমার!
**********************************************
টুঙ্গিপাড়া,