বড্ড বেদনাহত হলাম
ভাবতেও পারিনি এই হবে শেষমেশ
রাখালের হাতে যদি না থাকে বাঁশি
গোঠে যদি না থাকে গরু
ফুলে যদি না ভরে বাগান, ফলের আনাগোনা
পাখি যদি না করে ভোরের গান, শিশিরের টুপটাপ শব্দে না জাগে মন
জলের স্রোত যদি না থাকে নদীর, না থাকে জোয়ারের টান, কেবলই ভাটা
কবির হাতে যদি না থাকে ছন্দকলম, দুঃখের অলংকার
কীভাবে সাজবে পৃথিবী, গড়বে সভ্যতা?

যদি না থাকে পল্টনে দাবীর মিছিল
সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে জাতক জাতিকা
প্রেসক্লাবে অনশন
না থাকে গোলাপ শাহ মাজার জিরো পয়েন্টে ভাংচুর
আবাহনী মোহামেডান ফুটবল ম্যাচ
কাকরাইলে বোচকা টানাটানি
যদি না কাঁপে শোকের মিছিলে শহীদ মিনার
ভাষার স্লোগানে না কাঁপে হৃদয়
তাহলে কীভাবে রাখবো সোনার বাংলা আমার?

যদি না থাকে বই মেলা, কবিতার মৌসুম
মসনদ পক্ষের পুরস্কার কেনাবেচা
যদি না থাকে গরীব কবির স্বপ্ন, ছাপার অক্ষরে
দেখা কবিতার বই
না থাকে সর্বস্ব লুটে নেওয়া লম্পট প্রকাশক
অর্ধ-উলঙ্গ নারীর স্বাক্ষর দেয়ানেয়া
তাহলে কীভাবে ভাসাবো সংস্কৃতি এই বাংলার?

বায়বীয় ভালোবাসা নিয়ে যদি না থাকে রাষ্ট্র রাজনীতি, খেলাঘর __ যাকে পাবি তাকে ছো--
তাহলে কীভাবে হয়?
কীভাবে থাকবে তবে লুট আর পাচার সংস্কৃতি?