যদি মুছে ফেলো নাম ধাম পিতৃ পরিচয়, ফেলো
তাতে আর কীবা যায় আসে
তুমি শিকড়বিহীন রিফুজি, জারজ সন্তান
যাবতীয় ষড়যন্ত্রের জাল তোমার চোখেই ভাসে
কীবা আর দিতে পারো তুমি?
নিয়েই নিচ্ছো কলস কলস, এটাই তোমার সাজে।
যদি লিখতে চাও নতুন কিছু, লেখো
সে লেখার কীবা দাম আছে
লেখা আছে প্রেমিকের চিঠি, শত-শত প্রেমিকার কাছে
তা বলে কেঁদে কেঁদে বলে নাই সে ব্যর্থ শূন্য হতভাগ্য প্রেমিক সন্নাসী, না পেলে ধ্বসে দেবো রাজতক্ত, পোড়াবো ট্রয়, রোম, লংকা, হলিউড।
তুমি কেন পোড়াচ্ছো জনগণ, অবলা অবুঝ মন?
যদি পাল্টে দিতে চাও খোল নলছে বিধানের, দাও
বাঁধা আর দিয়েই বা কী হবে
সময়, সময়ের কথা বলে নেবে
জেনে রেখো, মোক্ষম জবাব তখনই পাবে
এ বাড়ন্ত প্রদীপ যখন নিভে যাবে__
আর তখন?
সময়ই বলে দেবে করণীয় কী হবে আর না হবে।