♦মাঝে মাঝে আমার প্রকাশিত কাব্যগ্রন্থের কবিতা এ আসরে পোস্ট করবো♦

এবার যদি আসি
ছাড়বো না আর
যে কেনো মধুর অন্তরালে
ছাড়বো না তবু আমি
সরাসরি মাথা রেখে দেবো প্রতিভার কোলে।

বলবোঃ
তোমার কৃষ্ণ অনিমেষ চোখ দুটি দাও
আমার চোখে
তোমার চম্পক আঙুল চালাও
আমার চুলে।

পৃথিবীর জংলা মেইলে
আবর্জনা এসে ভরে দিলো,  শহরের পথে ঘাটে
উড়কো খুড়কো মারাধরা, বোমাবাজি সন্ত্রাস
বহুদিন তাই ঘুমুতে পারিনা মুমূর্ষূর চিৎকারে

আকাশে বিদ্যুৎ চমকাতে দেখিনা
শুনিনা কড়্ কড়্ কড়াৎ কড়াৎ
বাতাসে নির্দোষ সুর হারমোনিয়ামের
শুনিনা এই একবিংশ শতকের মাঝে
মাথায় যন্ত্রনা নিয়ে ঘুরি আমি চাকুরী পাড়ায়
রাত জাগা লাল চোখে খুঁজে ফিরি শান্তি অপরূপ।

এবার তাই আড়াল পেলে
ছাড়বো না আর
তোমার আমূল শুভ্র  জংঘা উরু ব্যাপী
সুজনী বিছিয়ে নেবো
সামান্য স্বস্তি প্রত্যয়ের।
****************************