আমারও তো চোখের জলে প্রতিদিনই ভিজতে হয়
প্রতিদিনই স্বপ্ন দেখার স্বপ্ন হয়ে জাগতে হয়
প্রতিদিনই ভাবার বিষয় চরমভাবে ভাবতে হয়।

আমারও তো ইচ্ছে জাগে
হাসির পরে দুঃখের পরে গানের পারে ভাসতে হয়
ইচ্ছে জাগে ফাগুন বেলায়
ওই সুদূরের হিয়ার টানে মনের সাথে মনটা সয়।

ইচ্ছে জাগে স্মৃতির পাতায় থাকুক লেখা সৃষ্টিশীল
ভালোবাসার হিজল ফুলে তাহার ছোঁয়া উদার দিল।
ইচ্ছে জাগে সওদা করি, রাত্রিদিনে সাজাই বাসর  কাব্যময়
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই জীবনটা হোক স্বপ্নময়।

আমার তো ইছে জাগে মান-অভিমান তুমুল বেদন
সব ছেঁড়ে হই দেশান্তরী
সব ফেলে যাই, সব ভুলে যাই, পার হয়ে যাই স্বপ্নপুরী।
__________________________
১৮/০৬/২০