ঝড় ; মানুষের হৃদয়ে
আকাশে, জমিনে, ডানে, বায়ে
চৈতন্য ফেরে না তবু জীবনের ঝড়ের ঘায়ে
মানুষ জানে না মানুষের গমনের পথ
সভ্যতা যতই এগোক
ভুলে যাওয়া স্মৃতিসহ সৃষ্টির নেশায়, মানুষ যতই
গ্রহণ করুক চলার শপথ
মানুষের কৃতকর্ম মানুষকে ডোবায়, জাগায়

এ চিরসত্য মেনেই এগোয় মানুষ
পড়ে থাকা দলেদের ভীড়, নতজানু সময়
পোড় খাওয়া করুণ বিবেক
আশার বসতি খোঁজে__ যদি একদিন
পৃথিবীটা তাহাদের মনের মতো হতো রঙীন।

পৃথিবীও রাঙায় সঠিক
কাহারো স্বপ্নের অধিক, কাহারো আকাঙ্ক্ষারা
মিলায়, মিলিয়ে যায় আকাশের চারদিক।

এইতো জীবনের চারিধার
আধেক আলোয় আধেক অন্ধকার।