দুঃখগুলো একজায়গায় জড়ো করে দেখলাম
উচ্ছন্নে যাওয়া পৃথিবীটাই আস্ত একটা বিষন্ন কারাগার
হু হু করে বাড়ছে কান্নার ধ্বনি
এখানে জীবনের কোন মানে নেই, স্বপ্নের কোন দাম
তাইতো ,
মানুষ জনম ছেঁড়ে পাখি হয়ে জন্মাবো একবার
আলস্যের বিল পাড়ি দিয়ে উড়ে যাবো দিগন্তের দিক।
পাখি হওয়াটাও বড় কষ্টের
সকাল হতে সন্ধ্যা চলে তার দানা অন্বেষণ, বাসা নির্মাণ
এরপর কোন একদিন ঈশান কোণে উঠলে খর বৈশাখী
মেনে নিতে হয়
জীবনের আকাঙ্ক্ষা বারবার খোলশ পাল্টায়।