আজও এলে ২২ শে অক্টোবর
            চিনচিনে ব্যথা বাড়ে বুকের ভেতর
কেন বাজলো না অপরাধী ট্রামের হুইসেল?
আজও চলে কলকাতা, দুঃখের অফুরন্ত মেল!

        অক্টোবরের ১৪ তে হেঁটে হেঁটে জীবনানন্দ দাশ
কবিতার ভবিতব্য নিয়ে কতোখানি ছিলো যে হতাশ!
সে কবিতায় আজও এই বাংলায়
         শত সহস্র কবি ও কবিতা জন্মায়।

কবিদের কবি তুমি আজও আছো হৃদয়ের দ্বারে
তোমার স্মৃতি নিয়ে হাঁটি এই বাংলায়
ফিরেও এসেছো তুমি বহুবার, বহু কবিতায় বারেবারে।