আচমকা থেমে গেছে আমাদের কবি
আঁকেনা তো  মনমাঝে বেদনার ছবি
থেমে থেমে কবি গায় বেদনার গান
এর নাম তাহলে কি হৃদয়ের টান ?

সুখদেহ বুঝি পুড়ে যায় প্রেমহীন
চেটে পুটে খেলো কোথাকার অর্বাচীন!
সে দহনে জ্বলে কবি সারা দিনমান
এই কি রাখলে কবি কবিতার মান ??

একটু তোমার ভাবভার ছিল ঠিক
চোখ কান খুলে দেখে নিতে চারদিক
আয়নার দাঁড়ে, দেহ মেলে দেয়া হাসি
হেসে নিতে একা, ঢেলে বেদনার রাশি।

বিরহ সমুদ্রে ওহে কবি কত নুড়ি
কত বালু করে চিক চিক ! সাজ বাড়ি
ফিরে ফিরে কত যে ডাকলে অধিক
উচাটন মন তবু ঘোরে দিক্বিদিক।

এলো না বসন্ত ফিরে তবু ফিরে চায়
যদি বা আসতো স্মৃতি প্রেম পরিণয়
আসতো ফাগুন ভেলা সুখের সময়
তাহলে কি থেমে যেত কবি প্রেমময়??
***********************
টুঙ্গিপাড়া,২৩/৮/২০