সত্তরে ঝড় এলো উপকূলে
জানান দিয়ে গেলো ঝড়েরও ক্ষুধা লাগে
বুকের ভেতরে জাগে হাহাকার
নিপীড়ক রাষ্ট্রের ঝড়ে তারপর
তিরিশ লক্ষ মানুষের লোহু লাল খুনে
এলো ওই আকাশের বুক চিরে লাল সবুজের উড়ানো পতাকা, ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে।
তারপর এই স্বাধীন দেশে কতবার এলো গেলো
মানুষের ঝড়, ক্ষুধার নিবৃত্তি দেখিনি কখনো
কখনো দেখিনি মানুষ হারালে মানুষের কান্নাটা ভেতরের, কষ্টটা হৃদয়ের--
কেবল দেখি বদল হলেও ব্যক্তির, বদলে যায়নি ক্ষমতা
লুটপাট, পাচার, হয়রান, হত্যা
ক্ষুধা যন্ত্রণা চিকিৎসাহীনতা সর্বগ্রাসী হাহাকার
কতকাল আমি শূন্য উদরে চিৎকার করে যাবো রাস্তায়? কতকাল লুটেরার কবল থেকে বাঁচাবো আমার ঘর, আমার স্বদেশ?
কান্নার কাছে খাবি খেতে খেতে দু'চোখের নোনাজলে দরিয়া করেছি হৃদয়
শ্রমে আর ঘামে শীর্ণ দেহকে করেছি মৃত্যুর কাছাকাছি
এই জীবন মৃত্যুর কোলে বসে তবু আমি শুনি,
রাষ্ট্র আমাকে করেছে কতটুকু ঋণী,
কতটা ভুক্তভোগী
জানবার প্রবল বাসনা আমার,
কতটা ক্ষুধার্ত হলে রাষ্ট্র রাজনীতি হতে পারে,
ঝড় হতেও ভয়ংকর।