জন্মাবধি মৃত্যুর অভিযানে আছি
পা পিছলে পড়লেই হিম কুহেলীর তলে
তবুও আলোর পথে আমাদের দৃপ্ত চলাফেরা
চরম সত্যকে ভুলে থাকা...
নতুন করে সাজতে কে না ভালোবাসে?
নতুনের আবাহনে নিজেকে উজাড় করে করে
অতীত ছেঁড়ে এগোয় সময়ের বাঁক
থামেনি কখনো চাঁদ সূর্য নক্ষত্র কিংবা আকাশ
থামেনি বসন্ত, ফুল ও ফলের স্নিগ্ধতা।
সময়ের মিছিলে পা মিলিয়ে
অনেক পথই তো হাঁটলাম
শুনলাম, পাতাদের ঝরে পড়ার শব্দাবলী
শুনলাম অঙ্কুরিত হবার বীজমন্ত্রের সাতকাহন
আগামীর স্বপ্ন আর বাঁচবার প্রেরণা...
দেখলাম, ওরা ঝরলেও পুঁতে রেখে এসেছে সুর
নতুনের অঙ্কুর।