কেন পিছু ডাকো
শুনতে চাই না কোনো ডাক
এখনো যেতে হবে বহুদূর
স্বপ্নের ভেতরে যার স্বপ্ন, মৃত্যু হয়েছে ভেবে
শোকে কাতরায়, শোক তারে পিছে নেয় নিক
আমি কেন আলোয় না গিয়ে থাকবো আঁধারের দিক!

ছেঁড়ে আসো অকল্যাণ বায়ু, যুগের অতীত
আমাকে আর ডেকো না পিছু। যেতে হবে,
যেতে দাও আরো অনেকটা দূর।

মনে রেখো যত মনে রাখা যায়
যত বাকী পৃথিবীর রঙ, দর দালান হেরিটেজ
যত ওপরের ধাপ নীচে তার নয় শূন্যতায়
বাকী সব অলংকার থাকে থাক
পিছু নয়,অরুন আলোয় বিপন্ন আঁধার ঘোচাক।

ওখানে কীসের হট্টগোল! দেখা আর যাক বা না যাক
ও' দিয়ে আমার কোন কাজ নেই, যেতে হবে
আমাকে যেতে হবে অনেকটা দূর
পিছু আর নাই বা দিলে ডাক।