মানুষ হতে দূরে যেতে চাই, পারিনা
মানুষই টেনে আনে মানুষের কোলাহলে
ভালোলাগছে না আর__
রোদ হতে, আঁধার হতে,পাখিদের কলতান হতে
দূর আর কোথায় পাবো?
~
জল এক মগ্ন দুপুর
ডুব দিয়ে যাবো নাকি পাতালপুরীর দেশ?
শুনশান নীরবতা! না, নাই সেখানে...
~
ওই তো আকাশ!
দূর পথ শূন্যতা নিয়ে দিচ্ছে পাড়ি
গতির তীব্রতায় শব্দহীন আলোর উপমায়
~
যেতে হবে, চলো যাই আর নয়
৫৬০০০ বর্গমাইল জুড়ে ১৮ কোটি মানুষের আর্তনাদ
কেউ নেই, ঝড়ের বেগ থামাবার।