প্রতিভা, এভাবে যেওনা, থেকে যাও আরো কিছুদিন
একদিন বলেওছিলাম যেওনা ফিরে
তবু আলো আর অন্ধকারে মেঘহীন কোন এক বৃষ্টির
ক্ষণে বাড়ালে ধূসর পা
তারপর হেঁটে হেঁটে পার হলে গাঁয়ের হালট...
জানো কিনা, সেই হতে কবি আর লেখেনি কবিতা
ছোঁয়নি শিল্পের তুলি
শুধু কবিতার খাতা ভরে আঁকা ছিলো দুর্গম রাত
যে রাত হয়নি শেষ, আসেনি আলোর ভোর
গায়নি ভোরের পাখি...
যেওনা; থেকে যাও আরো কিছুদিন
হয়তো আলেয়ার দিকভ্রান্ত আলোয় চমকাবো না
ঝকমকি পাথরের দিকে চেয়েও হারাবো না চোখ
বিমূর্ত খেয়াল ভেঙ্গে নিশ্চয়ই দাঁড়াবো একদিন
পাখি চোখে দেখবো তোমাকে, যেওনা
যেওনা ফিরে, নক্ষত্র যেমন করে ভালোবাসে আকাশ
ভালোবাসে দহন দেখাতে ব্রহ্মাণ্ড ভর
ভালোবাসবার পর,
ভুল পথে হেঁটে হেঁটে মানুষও ভুলে যায় প্রেমের শাসন
ভুল করে মেলে ধরে পোড় খাওয়া মন
তা' আর করো না এখন, ভালোবেসে আলো হও
ফুল পাখি নির্মল বাতাস সারাক্ষণ।