অজস্র মিথ্যার উপাচারে
জ্বলছে আগুন
হায় অবেলা! কে আর নেভায় ?
যেই হাতে জল
সেই' ই তো আগুন হাতে দাঁড়িয়ে আছে_
কথাদের যতসব অমৃত দিয়ে আর কী হবে?
বুনেছে মিথ্যার পাণ্ডুলিপি
আরো একবার রুদ্ধ হবে দ্বার
দুষ্টের খই ঝড়ে উপড়াবে জঞ্জাল।
ভ্রষ্টের কী দাম পৃথিবীতে?
নীতির অশুদ্ধ বাগানে ফুল নেই, পাখি নেই
তবু নব মৌমাছি, ভ্রমরের আনাগোনা
ছুটে এলে ফলাফল ঐশ্বরিক
জলছবি চোখে তার মরীচিকা চারদিক
ইতিহাসে, গানে সে ই তো উচ্ছন্নে যাওয়া
দালাল প্রেমিক।