ভাবনার অলিন্দে দুঃখপাখির বাসা
যদি নিমগ্ন উঠোনে হতাশারা জালবোনে
কবিতার কবি বলে যায় জনে জনে
মানবিক হয়ে মিটাও দশের আশা।
চেতনার ডান অলিন্দে ঘুন, সন্দেহ ভরপুর
চিরকাল হবে নিশানাটা অস্থির
বুকের নদীতে সাঁতরালে মনচোরা
অবিশ্বাসের দেয়াল দেখাবে ছায়া
কবিতার কবি, এখানেই বলে যাবে
বিশ্বাস আর ভালোবাসা ছাড়া পৃথিবী অচল হবে।
সাধনার মাঠে অলসতা, গোঁজামিল
কর্মের মন ধর্মের ছায়াতল
ছেঁড়ে যদি হাটে কোন বীর সন্তান
এখানেও কবি নীরব থাকেনা আর
জীবনই তোমার ধর্ম কর্ম ও সুকঠিন সাধনার।