কোথাও কেউ ভালো আছে এ খবর জানা নেই
শুধু জানি, সুচতুর হিংস্র হায়েনা খামছে ধরেছে দেশ
অশান্ত আগামী,আকাশ ঢাকা পড়েছে কালো মেঘে
পাহাড় নদী সমুদ্র সর্বদা ক্রুদ্ধ দৃষ্টিতে রেখে
ওরা নবারুণ রাগে উঠছে ফুঁসে।
প্রেম আর ভালোবাসা ভাগ হয়ে গেলে
মানুষেরা বুঝে যায়, সর্বস্ব খোয়ানো ভিখিরি হতে খুব বেশী বাকী নেই
এই দেশ এই মানুষ নদী গিরি আকাশ সমুদ্রও বুঝে গ্যাছে শৃঙ্খলে আবদ্ধ হতে খুব বেশী বাকী নেই
কত জীবনের পরাজয় হবে জানা নেই
কত মা'র বুক খালি হবে
কত ছেলে ফিরবে না যুদ্ধ শেষে, জানা নেই
আসলে কি শেষ হবে যুদ্ধ যুদ্ধ খেলা?
রাজ ঘাতকের এ জীবন মৃত্যুর খেলায় থাকবে কিনা বেঁচে থাকবার গ্যারান্টি যুক্ত পাসওয়ার্ড,
জানা নেই...
খাঁচাবন্দী পাখিদের কতটুকু স্বাধীনতা?
দেয়াল ঘেরা চৌহদ্দিতে কতটুকু স্নিগ্ধ বাতাস?
প্রশ্নযুক্ত শব্দগুলো গড়তে গড়তে মনে হলো
আমাদের মুক্তিই আছে কি না জানা নেই
স্বাধীনতা বহুদূর__